কাতার প্রতিনিধি: কাতারে বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্পিড সার্ভিস লিমিটেড নামে বাংলাদেশের পরিচালিত একটি স্থানীয় প্রতিষ্ঠান।
কাতারের রাজধানী দোহা’র নাজমা কর্মাশিয়াল এরিয়ার কুয়েতি বিল্ডিংয়ে এই কর্মী নিবন্ধনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রতিষ্ঠানের কাতারি স্পনসর ইসা খালফান আল মাসুদি।
এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান মুন্না, পরিচালক মোঃ হাছান, মোঃ আনিসুল ও মোঃ রবিন সহ অনেকে।
এসময় প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান বর্তমান করোনা পরিস্থিতিতে কাতার অনেক প্রবাসী কর্মী ভাইয়েরা বেকার হয়ে ঘরে বসে আছেন আমরা তাদের জন্য প্রথম দাপে শুধু মাত্র হোম ডেলিভারি কাজে মাধ্যমে ১০জন কর্মীকে কাজে ব্যবস্থা করে দিচ্ছি, শুধুমাত্র যেসকল প্রবাসীদের কাতারে হোন্ডা এবং কার চালানোর ড্রাইভিং লাইসেন্স আছে তারা আবেদন করতে পারবেন।