কাতার প্রতিনিধিঃ কারোনা ভাইরাসের কারণে প্রবাসে অনেক শ্রমিক কর্মহীন হয়ে ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। কাতারের ঐসমস্ত কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী ও ফ্রী সবজি বিতরণ করে আসছেন চিরন্তন বাউল সংঘের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। তারই দ্বারাবাহিকতায় কাতারের শারে আছমায় চিরন্তন বাউল সংঘের পক্ষ থেকে ফ্রী সবজি বিতরণ করেন।
কাতারে চিরন্তন বাউল সংঘের পক্ষ থেকে ফ্রী সবজি বিতরণ
