ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে তোফাজ্জল মরিয়ম সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন বাবু এর পৃষ্ঠ পোষকতায় উপজেলার ৬৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।
আজ গ্রীনল্যান্ড মডেল স্কুল হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন টিএম হেল্থ কেয়ারের ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলহাজ মোঃ মোশারফ হোসেন বাবু। এসময় শিক্ষার্থীদের অভিভাবক ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।