লেবানন প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পর ময়মনসিংহ গফরগাঁও-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সার্বিক তত্বাবধানে অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা মোঃ দুলা মিয়াকে প্রধান আহবায়ক এবং সুফিয়া আক্তার বেবিকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকিরা হলেন দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মাহাবুল আলম, তৃতীয় যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, চতুর্থ যুগ্ম আহ্বায়ক বাবুল মুন্সী।
বৈরুতের দাওড়া একটি হল রুমে আহবায়ক কমিটির ঘটন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মোঃ দুলা মিয়ার সভাপতিত্বে, তপন ভৌমিক এবং মোস্তফা কামাল মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, লেবানন আওয়ামী লীগের সিনিয়র নেতা লুৎফর রহমান শ্যামলসহ অনেকে। অনুষ্ঠানে লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্তর্ভূক্ত সকল শাখা কমিটি, লেবানন শ্রমিক লীগ ও যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।