রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে অব্যাহত পানি বৃদ্ধির কারণে চরম বিপর্যয়ে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট। ৬টি ঘাটের মধ্যে গত বছরের ভাঙ্গনে বন্ধ রয়েছে দৌলতদিয়া প্রান্তে ১ ও ২নং ফেরিঘাট। অবশিষ্ট চারটি ঘাটের মধ্যে ৩ ও ৬নং ফেরিঘাটের সংযোগ সড়ক পানির নিচে তলিয়ে যাবার কারনে বন্ধ হয়ে যায় ঘাট দুইটি। বাকি ৪ ও ৫নং ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তীব্র স্রোতে ফেরি পারাপার ব্যাহত এবং ঘাট সংকটের কারণে দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের।
ঈদ যাত্রায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানায় বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি।
বিদ্যমান পরিস্থিতি দেখতে দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে এবছর ভোগান্তি নিয়েই চলতে হবে। তবে আজকের মধ্যে ঘাটদুটি সচল করা হবে বলে জানান বিআইডব্লিউটিসি’র এই চেয়ারম্যান।