কাতার প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও সন্দ্বীপ নজর স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেট অধিনায়ক সোহরাব হোসেন তুহিনের মরদেহ।
কুয়েত থেকে দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিহত তুহিনের মরদেহ ঢাকায় এসে পৌঁছালে পরিবারের পক্ষথেকে মরদেহ গ্রহণ করে নিহতের বড়ভাই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সিবলু।
নামাজে জানাজা অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কমান্ডার, পৌর আওয়ামীলিগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিমসহ অনেকে। উল্লেখ নিহত সোহরাব হোসেন তুহিন, আই টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর ছোটভাই।