ফরিদপুর প্রতিনিধি: বন্যা দুর্গত ফরিদপুর জেলার দুটি ইউনিয়নে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শারমিন গ্রুপ। ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের ১৫শ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়।
শারমিন গ্রুপ এর ব্যাবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন এর সহায়তায় ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেনের তত্তাবধানে ডিক্রিরচর ইউনিয়নের ভাঙ্গী ডাঙ্গীতে মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যাবস্থাপক মো. মনিরুল ইসলাম, কে এম রাফিজুল ইসলাম, আয়নাল মোল্যা, মাহাতাব আলী, সিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা এসময় উপস্থিত ছিলেন।