ঝিনাইগাতী(শেরপুর)সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় নসিমন-করিমনের দাপটে দূর্ঘটনা বেড়েই চলছে। আজ সকালে ঝিনাইগাতী বাজারে নসিমন-করিমনের অবাধে যাতায়াত করার ফলে রাস্তার উপর যানজট লেগে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কের উপর চলে নসিমন-করিমন। যার ফলে প্রতিনিয়ত পথচারীরা দূর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গুত্ব জীবন যাপন করছেন।
গত সপ্তাহে ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ আলীম আল রেজা নিক্সন রাতে দূর্ঘটনার শিকার হয়ে ঢাকা বেসরকারী একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই সমস্ত যানবাহনের নেই কোন বৈধ কাগজপত্র, রাস্তায় চলচলের সময় নেই কোন লাইটিং ব্যবস্থা, প্রশিক্ষন বিহীন ড্রাইভার দ্বারা চালিত হয়ে অহরহ দূর্ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে।
এ থেকে প্রতিকারের জন্যে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান নসিমন-করিমন রাস্তায় চলাচলের উপর একটি নিয়ম বেধে দিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছে। এটা বাস্তবায়নের পাশাপাশি সরকারের নিয়মনীতি মেনে নসিমন-করিমন চলাচলের জন্যে উপজেলাবাসীর দাবি উঠেছে।