খাগড়াছড়ি প্রতিনিধি: সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আগামীকাল বুধবার সূচনা ঘটবে খাগড়াছড়ি সব কয়টি মন্দিরে। এই উৎসবের পূজাকে আনন্দমুখর করে তুলতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামীকাল বুধবার ষষ্ঠাদি কল্পারম্ভ, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। অতঃপর শুরু হবে মহাসপ্তমী তিথি। এবং মহাসপ্তমীর প্রভাতে ঢাক-ঢোলক-কাঁসর বাজিয়ে কলাবউ স্নান ও আদরিণী উমার সপরিবারে তিথি বিহীত পূজা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদেও খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্র্রদায়িক সম্প্রীতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা খাগড়াছড়ি জেলা ও উপজেলাতে এই পূজা পালন করি।