প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
মঙ্গলবার (১৮ মার্চ) মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রন ও সুরক্ষা বিভাগের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ক্রিকেট দলের ছদ্মবেশে ১৫ জন বাংলাদেশির মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তীতে আরো জানানো হয় ১৫ জনের দলটি ক্রিকেট খেলোয়াড়ের মতো পোশাক পরে এবং একটি টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে, বিমানবন্দর কর্তৃপক্ষের তদন্তে দেখা গেছে যে চিঠিটি ভুয়া। তাদের দাবি অনুযায়ী, ২১ থেকে ২৩ মার্চ কোনও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার তথ্য তাদের কাছে নেই।
এসময়, তারা একজন'কে স্পন্সর দেখিয়ে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল। তবে, উপস্থিত ব্যক্তি স্বীকার করেছেন যে তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনও তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
আরও তদন্তে দেখা গেছে যে তারা পেশাদার ক্রিকেট খেলোয়াড় হিসাবে কোন প্রমান দেখাতে পারিনি। ধারণা করা হচ্ছে তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল।
একেপিএস তাদের সকলের বিরুদ্ধে নট টু ল্যান্ড (এনটিএল) ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে দেশে ফেরত পাঠানোর ব্যাবস্থা নেবে বলে জানিয়েছে।
একেপিএস সতর্ক করে দিয়েছে যে, কোনও ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধ কাজ বা মানব পাচারের মতো অন্যান্য উদ্দেশ্যে খেলোয়াড় ভিসার অপব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে ফেরত পাঠানো হবে।