প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এই ইফতার অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগণের এবং তাদের বাংলাদেশি আশ্রয়দাতাদের প্রতি শুধু কথায় নয়, বরং কার্যকর পদক্ষেপ ও সহায়তার মাধ্যমে সংহতি প্রকাশ করা।
গুতেরেস বলেন, রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় এখনই বিনিয়োগ করা উচিত, কারণ তারা ইতোমধ্যে গভীর মানবিক সংকটের মধ্যে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ২০২৫ সালে মানবিক সহায়তার জন্য বরাদ্দকৃত অর্থের মাত্র ৪০ শতাংশ পাওয়া যাবে, যা ২০২৪ সালের তুলনায় ভয়াবহ সংকট তৈরি করবে।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সহায়তা ছাড়বে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং বলেন, রোহিঙ্গাদের প্রতি সংহতি ও বাংলাদেশের জনগণের সাহায্যকে আরও স্বীকৃতি দিতে হবে, যারা সীমিত সম্পদ দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।