দুর্গেশ সরকার, গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫
আপডেট : ১৮ জুলাই ২০২৫
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’-এর শুভ সূচনা করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,
“অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর– কবির এ আরতি আজ অরণ্যে রোদনে পরিণত হয়েছে। মানুষই নিজ হাতে প্রকৃতিকে ধ্বংস করছে। এটি আত্মঘাতী কর্ম।”
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মালনীছড়ার খাস জমিতে শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
মোঃ আনোয়ার উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট
খোশনূর রুবাইয়াৎ, উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর
মাহমুদ আশিক কবির, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল)
সরকার মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি), সিলেট সদর
শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিলেট সদর
#সিলেট #বৃক্ষরোপণ২০২৫ #জেলা_প্রশাসক #পরিবেশ #সরকারি_খাস_জমি #উন্নয়ন #প্রকৃতি