
আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান কৃষকরা
মো. নুর হাসান, পঞ্চগড় প্রতিনিধি: চলতি মৌসুমে পঞ্চগড় জেলায় আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প সময়ে, কম খরচে উৎপাদন করা যায় বলে কৃষকদের আগ্রহ বাড়ছে আগাম শীতকালীন সবজি চাষে।
মাচায় ঝুলছে লাউ, শিম, বরবটি। কোথাও আবার বেগুন, মুলা, ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা, লালশাকসহ নানা রকমের নতুন নতুন শীতের সবজি ক্ষেত। এমন সবুজ ক্ষেতের দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে পঞ্চগড়ের হাড়িভাসা, হাফিজাবাদ, কালিয়াগঞ্জ, দেবীগঞ্জ, আটোয়ারী, বোদাসহ বেশ কিছু এলাকায়। চলতি মৌসুমে আগাম সবজি চাষ করে ভালো দাম পেয়ে হাসি ফুঠেছে কৃষকের মুখে।
চাহিদা মেটাতে অনেক গৃহিণী বসতভিটায় সবজি চাষ করছেন। বসতভিটার আশপাশে এসব সবজির চাষ করতে বেশি জায়গার প্রয়োজন হয়নি। পরিবারের চাহিদা মিটিয়ে এসব সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করেছেন তারা।
লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে সবজি চাষ। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানান কৃষকেরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় দুই হাজার ৮১৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।