প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
তবে, ঠিক সেই মুহূর্তে, এক বিস্ফোরক মন্তব্য ছড়িয়ে দেন অভিনেত্রী জিনাত জানু স্বাগতা। তিনি তার বক্তব্যে দাবি করেছেন, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদকারী অনেকেই নিজে তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য অবৈধভাবে প্রস্তাব দিয়েছিলেন।
ফেসবুকে নিজের অভিজ্ঞতা শেয়ার করে স্বাগতা লিখেছেন, "আমার নিউজফিডে প্রতিদিন ধর্ষণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে অনেক পুরুষের পোস্ট দেখছি। কিন্তু বিস্ময়ের বিষয়, তাদের মধ্যে বেশ কয়েকজনই আমাকে কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব দিয়েছে। আমি রাজি না হওয়ায়, তাদের তরফ থেকে কাজের সুযোগও চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, এরা কি তাহলে ধর্ষক নয়?"
তবে, কাদের বিরুদ্ধে এমন প্রস্তাব এসেছে, তা এখনও প্রকাশ করেননি অভিনেত্রী স্বাগতা। তার এই বক্তব্য তীব্র আলোচনার জন্ম দিয়েছে—এটি শুধু এক অভিনেত্রীর অভিজ্ঞতার কথা নয়, বরং বৃহত্তর সমাজের এক গভীর বিপর্যয়ের প্রতিচ্ছবি।