ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দলের নেতাকর্মীদের সড়ক থেকে সরে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেয়।
এ রায়ের পর মির্জা ফখরুল বলেন, “এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটি নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটি সাফল্য।”
তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে জনগণের রায় ছিনিয়ে নিয়েছিল। অথচ ইশরাক ছিলেন জনতার নির্বাচিত মেয়র।”
সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির জন্য নেতাকর্মীদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান ফখরুল।
তিনি বলেন, “আমি অনুরোধ করবো, সড়ক অবরোধ নয়, শান্তিপূর্ণভাবে জনগণের পাশে থাকুন।”
এছাড়া তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আহ্বান জানিয়ে বলেন, “আর কোনও জটিলতা না করে ইশরাক হোসেনের শপথ দ্রুত সম্পন্ন করুন।”
মির্জা ফখরুল বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে হলে একটি দ্রুত নির্বাচনই একমাত্র পথ।”
তিনি আরও বলেন, চলমান সংস্কার প্রস্তাবগুলোর যেগুলোতে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়ন করা হোক। আর যেগুলো এখনো আলোচনার মধ্যে রয়েছে, সেগুলো একটি গ্রহণযোগ্য প্রক্রিয়ার ভেতরে রেখে এগিয়ে যাওয়া উচিত।
গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান বিএনপি মহাসচিব। পরদিন তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে অবস্থান করছেন।