ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ মে ২০২৫
আপডেট : ২০ মে ২০২৫
খিলক্ষেতের তেতুলতলা এলাকায় সকাল সাড়ে ১১টায় রাকিবুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দলের নেতারা। আহত রাকিবুল হাসান বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী এবং একজন পেশাদার ইলেক্ট্রিশিয়ান। গত ১৮ জুলাই ঢাকার ইসিবি চত্বরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আয়োজিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে তিনি ছাত্রলীগ ও পুলিশের হামলায় গুরুতর আহত হন।
🔹 প্রতিনিধি দলে ছিলেন:
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (সিনিয়র যুগ্ম-মহাসচিব, বিএনপি ও প্রধান উপদেষ্টা, আমরা বিএনপি পরিবার)
সাংবাদিক আতিকুর রহমান রুমন (আহ্বায়ক)
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল
ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন (সদস্য সচিব)
মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন
এ ছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
🗣️ বার্তা ও প্রতিশ্রুতি:
রাকিবুলের পরিবারের সঙ্গে কথা বলেন নেতারা এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা, শুভেচ্ছা ও যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
📌 প্রেক্ষাপট:
১৮ জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল সরকারের বিরুদ্ধে একটি অন্যতম ছাত্র-জনতার আন্দোলন। ওই দিনে পুলিশের গুলিবর্ষণ ও ছাত্রলীগের হামলায় একাধিক ব্যক্তি আহত হন। রাকিবুল হাসান ছিলেন তাঁদের একজন।