ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
আপডেট : ২২ জুলাই ২০২৫
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২:৪৫ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন তিনি।
তবে দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন উপদেষ্টার বক্তব্য চলাকালীন শিক্ষার্থীদের একাংশ স্লোগানে ফেটে পড়েন— "ভুয়া ভুয়া", "We Want Justice"। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
১। বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের নাম ও ঠিকানা প্রকাশ
২। আহতদের একটি নির্ভুল তালিকা প্রকাশ
৩। শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪। পরিবারপ্রতি পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান
৫। ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল
৬। প্রশিক্ষণের পদ্ধতিগত সংস্কার
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ৫ নম্বর ভবনের সামনের চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যা ও উত্তেজনা বাড়তে থাকে। সকাল ১০টা থেকেই শত শত শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে দাবি আদায়ের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
ড. আসিফ নজরুল বলেন,
“শিক্ষার্থীদের ৬টি যৌক্তিক দাবি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করে গ্রহণ করেছে। আমরা আশা করি, এখন পরিস্থিতি শান্ত হবে এবং শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যাবে।”
#মাইলস্টোন_স্কুল #বিক্ষোভ #শিক্ষার্থী_আন্দোলন #বিমান_দুর্ঘটনা #আসিফ_নজরুল #৬দফা_দাবি #ঢাকা_সংবাদ #বাংলাদেশ