ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
আপডেট : ২২ জুলাই ২০২৫
মঙ্গলবার (২২ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে চলমান দ্বিতীয় ধাপের আলোচনা সভায় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব পাঠ করেন।
দুর্ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত চাওয়া হয়েছে
নিহতদের জন্য পরিবারপ্রতি ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান
আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার দাবি
ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ
প্রস্তাবটি আলোচনায় অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়।
আলোচনার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া করা হয় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায়।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন,
"আমরা একটি শোকাবহ সময়ে আলোচনা করছি। আমাদের কর্তব্য হলো—নিহত ও আহতদের পাশে দাঁড়ানো এবং এমন দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করা।"
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান,
"ঘটনার পূর্ণ তদন্ত ও দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যায্য সহায়তা পায়, তা নিশ্চিত করতে হবে।"
প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান
তত্ত্বাবধায়ক সরকার ইস্যু
নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের কাঠামো
আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল, যার মধ্যে রয়েছে:
বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন ইত্যাদি।
আলোচনার সঞ্চালক ও প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দার বলেন,
"আজকের সকালটা অত্যন্ত বেদনার। কিন্তু জাতীয় আলোচনার গতি থামিয়ে রাখা সম্ভব নয়। শোকের মধ্যেও আমাদের কাজ করে যেতে হবে।"
#মাইলস্টোন_ট্র্যাজেডি #জাতীয়ঐকমত্য #শোকপ্রস্তাব #বিমানদুর্ঘটনা #বিএনপি #তত্ত্বাবধায়ক_সরকার #আলী_রীয়াজ #জাতীয়আলোচনা #বাংলাদেশ_রাজনীতি