ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
আপডেট : ২২ জুলাই ২০২৫
এমন হৃদয়বিদারক তথ্য জানালেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং বার্ন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ডা. সায়েদুর বলেন,
“এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষিকা।”
তিনি আরও বলেন,
“দুর্ঘটনায় আহত হয়ে ৭৮ জন এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে ২ জন ভেন্টিলেশনে আছেন।”
এখন পর্যন্ত ২০ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
৬ জন নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি
মরদেহ শনাক্তে ডিএনএ স্যাম্পল ও ডেন্টাল রেকর্ড ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি
জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ ঢাকার ৩টি হাসপাতাল চিকিৎসায় নিয়োজিত
মেডিকেল টিম গঠন করে আহতদের অবস্থা পর্যবেক্ষণ চলছে
মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং ইউনিট প্রস্তুত রাখা হয়েছে
“আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে চিকিৎসা দিচ্ছি। তবে আগুনের ভয়াবহতায় অনেকে মারাত্মক দগ্ধ হয়েছেন। আমরা সবাই যেন মৃতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।”
এই ঘটনায় দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেক শিক্ষার্থী এখনও নিখোঁজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কালো ব্যাজ ধারণ ও শোক সভার প্রস্তুতি চলছে।
#মাইলস্টোন_বিমান_দুর্ঘটনা #মৃত্যুর_মিছিল #শিশু_নিহত #ডা_সায়েদুর #জাতীয়_বার্ন_ইনস্টিটিউট #বাংলাদেশ_ট্র্যাজেডি #উত্তরা_সংবাদ #BreakingNewsBD #MilestoneTragedy