ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর আমন্ত্রণে দেশের ১৪টি রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ সংলাপে বসেছিলেন। রাজনৈতিক সমঝোতা, নির্বাচন, ও জাতীয় ঐক্যের আলোচনাই বৈঠকের মূল লক্ষ্য বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে নিশ্চিত হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশজুড়ে নানা মতাদর্শিক ও আদর্শিক অবস্থান থেকে আগত রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা।
জাতীয় গণফ্রন্ট – আমিনুল হক টিপু বিশ্বাস
১২ দলীয় জোট – মোস্তফা জামাল হায়দার
নেজামে ইসলাম পার্টি – মাওলানা আব্দুল মাজেদ আতহারী
বাংলাদেশ খেলাফত মজলিস – মাওলানা ইউসুফ আশরাফ
এনপিপি (NPP) – ফরিদুজ্জামান ফরহাদ
জাতীয় দল – সৈয়দ এহসানুল হুদা
বাংলাদেশ জাসদ – ড. মুশতাক হোসেন
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (NDM) – ববি হাজ্জাজ
জাকের পার্টি – শামীম হায়দার
ইসলামী ঐক্যজোট – মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
ভাসানী জনশক্তি পার্টি – রফিকুল ইসলাম বাবলু
বাংলাদেশ লেবার পার্টি – ডা. মোস্তাফিজুর রহমান ইরান
বাসদ (মার্কসবাদী) – মাসুদ রানা
জমিয়তে উলামায়ে ইসলাম – মঞ্জুরুল ইসলাম আফেন্দী
জাতীয় নির্বাচন বিষয়ে ঐক্যমত্যের পথ খোঁজা
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা
জাতীয় সংহতি ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গঠন
রাজনৈতিক সঙ্কট নিরসনে একটি গ্রহণযোগ্য রূপরেখা প্রস্তুত
এই সংলাপকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন “গুরুত্বপূর্ণ সূচনা”। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বহু দলকে নিয়ে এমন একটি উদ্যোগ আগামীর রাজনৈতিক পথ নির্ধারণে সহায়ক হতে পারে।
তবে বিভিন্ন সূত্র বলছে, বৈঠকে অংশ নেওয়া নেতারা শুধু সৌজন্যমূলক আলোচনায় সীমাবদ্ধ না থেকে নির্বাচনকালীন সরকারের কাঠামো, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, ও রাজনৈতিক সহাবস্থানের দিকেও জোর দিয়েছেন।
#প্রধানউপদেষ্টা #MuhammadYunus #রাজনৈতিকসংলাপ #BangladeshPolitics #ElectionDialogue #14PartyMeeting #BangladeshElection2025 #জাতীয়ঐক্য #YunusMeeting