তবে এসব গায়ে মাখেন না মাহফুজুর রহমান। যে যা-ই বলুক, তিনি গান গেয়েই যাচ্ছেন। ভবিষ্যতেও গাইবেন বলে বহুবার জানিয়েছেন।
তবে জানা গেল, তার ধারাবাহিক গান প্রকাশে এবার ছন্দঃপতন ঘটেছে। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। এমনটা নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।
জানায়, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।’ এর আগে সর্ব শেষ গেল কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।
সে সময় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সংগীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বলিউডে প্রেমের গল্প নতুন নয়, কিন্তু পুলকিত সম্রাট ও কৃতী খারবান্দা জুটির প্রেম যেন বাস্তব জীবনের রোম্যান্সকে সিনেমার রোমাঞ্চ ছাপিয়ে দিয়েছে। সদ্য বিয়ে করা এই সেলিব্রিটি দম্পতি সোশ্যাল মিডিয়ায় বারবার নিজেদের রসায়ন দিয়ে মন জয় করছেন ভক্তদের। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers