প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা গেছে, সিয়াম একেবারে ভিন্নরকম অবতারে—পরনে পুরোনো লুঙ্গি, মুখে হিংস্রতার ছাপ, এবং লম্বা চুলদাড়ি! আর এই লুকের মধ্যে সিয়াম হাজির হয়েছেন একেবারে অ্যাকশন ড্রামের তালে। জংলি-এর প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন, এই সিনেমাটি যেন পুষ্পা বা কবীর সিং থেকে অনুপ্রাণিত। কিন্তু টিজারের মধ্য দিয়ে সিয়াম নিজের স্টাইলেই দিয়েছেন তার জবাব: ‘পুষ্পা? কবীর সিং? অ্যাহহে! জংলি’!
এদিকে, জংলি-র চরিত্র নিয়ে সিয়াম নিজের মতামত শেয়ার করেছেন। তিনি জানান, "অভিনেতাদের জীবনে এমন কিছু চরিত্র আসে, যেগুলো তারা নিজের সর্বস্ব দিয়ে জীবনকে নতুন করে তুলে ধরে। জংলি এমনই এক চরিত্র, যে কারণে আমি পুরোপুরি নিজের সঁপে দিয়েছি।"
টাইগার মিডিয়া প্রযোজিত জংলি পরিচালনা করেছেন এম রাহিম, এবং এর গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য নির্মাণে সহায়তা করেছেন মেহেদী হাসান মুন এবং কলকাতার সুকৃতি সাহা। এই সিনেমায় সিয়ামের সাথে আরও অভিনয় করেছেন—দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু এবং আরও অনেক খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী।