ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২১ মে ২০২৫
আপডেট : ২১ মে ২০২৫
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (বুধবার) শুনানি নিয়ে আদেশের জন্য নতুন দিন ধার্য করেন।
রিটটি আজকের হাইকোর্টের কার্যতালিকায় ১১ নম্বর ক্রমিকে ছিল এবং দুপুর সাড়ে ১২টায় শুনানির জন্য সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে রিট আবেদনকারী, রাষ্ট্রপক্ষ এবং ইশরাকের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবীরা।
রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন এবং ইশরাকের পক্ষে এ এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও এ কে এম এহসানুর রহমান শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান।
বেলা সোয়া ১টা পর্যন্ত শুনানি হয়। এরপর আদালত রায় ঘোষণার জন্য আগামীকাল বৃহস্পতিবার সকালে সময় নির্ধারণ করেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। পরদিন ২ ফেব্রুয়ারি ইসি গেজেট প্রকাশ করে এবং তিনি শপথ নেন।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন।
পরে ২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট সিটি মেয়রদের অপসারণ করা হয়। চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেন।
এর পরিপ্রেক্ষিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় ইশরাকের সমর্থকেরা ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে ১৩ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ একটি রিট দায়ের করেন।
তিনি রিটে দাবি করেন, গেজেট প্রকাশ ও মেয়র ঘোষণা সংবিধান ও স্থানীয় সরকার আইনের পরিপন্থী। সেই রিটের শুনানি গতকাল ও আজ হয়, কিন্তু আজ চূড়ান্ত আদেশ না দিয়ে আদালত তা আগামীকাল পর্যন্ত মুলতবি রাখেন।
আগামীকাল বৃহস্পতিবার হাইকোর্ট ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব পালনে বৈধতা পাবেন কি না, সেই প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ উত্তর দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই আদেশের উপর নির্ভর করছে—ইশরাক কবে নাগরিকদের সামনে একজন নির্বাচিত মেয়র হিসেবে শপথ নিতে পারবেন, নাকি আইনি জটিলতায় আরও অপেক্ষা করতে হবে।