গতকাল (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা ও সিইসির মধ্যে একান্তে অনুষ্ঠিত বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জনসমক্ষে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
সালাহউদ্দিন বলেন, বিএনপি ধারণা করছে, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা হয়তো সিইসিকে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি শুরু করার নির্দেশনা দিয়েছেন। উভয় পক্ষের কাছ থেকে প্রাপ্ত বার্তা পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হবে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত থাকলেও স্থানীয় সরকার নির্বাচন এই ঘোষিত সময়ের মধ্যে হওয়া সম্ভব নয়। স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচনেই এখন মূল ফোকাস থাকার প্রয়োজন।
সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখবে।
#সিইসি
#প্রধান_উপদেষ্টা
#জাতীয়_নির্বাচন
#সালাহউদ্দিন_আহমেদ
#বাংলাদেশ_রাজনীতি
#নির্বাচন_প্রস্তুতি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers