ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ জুন ২০২৫
আপডেট : ২৭ জুন ২০২৫
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
🗣 "আর কোনো বিলম্ব নয়, রমজানের আগেই ভোট চাই"
ফারুক বলেন, “জনগণ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়। লন্ডনের বৈঠকের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতার ইতি ঘটেছে। এখন সময় এসেছে রোজার আগেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের।”
তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের উদাহরণ টেনে বলেন, “এরশাদের পতনের পর তিন মাসেই নির্বাচন হয়েছিল। ড. ইউনূসেরও উচিত সেই পথ অনুসরণ করা।”
📚 শিক্ষা খাত নিয়ে কড়া সমালোচনা
বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষা খাতে। শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”
তিনি অভিযোগ করেন, “ডা. দীপু মনির নেতৃত্বে গত সরকারের সময় শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর সময়েও শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা গণতন্ত্রের কথা বলে, তারা কখনও শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেনি।”
#জাতীয়_নির্বাচন #জয়নুল_আবদীন_ফারুক #মুহাম্মদ_ইউনূস #তত্ত্বাবধায়ক_সরকার #বিএনপি #বাংলাদেশ_রাজনীতি #শিক্ষা_ব্যবস্থা #রোজার_আগে_নির্বাচন #জাতীয়_প্রেসক্লাব