Admin
প্রকাশ : 2 সপ্তাহ আগে
আপডেট : 2 সপ্তাহ আগে
শনিবার (২২ মার্চ ২০২৫) কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানানো হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজের সভাপতিত্বে এবং ওমর ফারুক সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য, মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর। প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম।
প্রধান অতিথি মুফতি আমিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ছাত্ররাই দেশের ভবিষ্যত। তাই প্রবাসে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হতে হবে।
প্রধান বক্তা বশির ইবনে জাফর চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল একত্রিত হলে, সরকারকে সকলকে নিয়ে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যা জাতির মঙ্গল বয়ে আনবে।"
অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোকাম্মেল হোসেন, জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া শাখার আহ্বায়ক মুহাম্মদ এনামুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ছাত্র কল্যাণ সম্পাদক মাহির ফয়সাল এবং প্রচার ও দাওয়া সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম প্রমুখ।