অভিযোগ উঠেছে, তিন মাসের বেতনসহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমের পারিশ্রমিকও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হলের বরাত দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
অধিকার কর্মী অ্যান্ডি হল জানান, বেতন না পাওয়া এসব শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় করেছেন। বেতন না পেয়ে এখন তাঁরা ঋণের জালে পড়েছেন।
ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ মালয়েশিয়ায় অবস্থিত ওই কারখানার শ্রমিকরা ২০২৩ সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার করেছেন, যাতে তারা নিয়োগ ফি পরিশোধ করতে পারেন। একেকজন শ্রমিকের নিয়োগ ফি ছিল প্রায় ২৫ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা)। এই অর্থ পরিশোধ করতে তাঁরা এখনও হিমশিম খাচ্ছেন।
ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, তাদের খারাপ আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে এবং নিজেদের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হচ্ছে না।
শ্রমিকরা জানান, এরইমধ্যে তাদের একটি দল গতকাল মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দায়ের করেছে। তবে সংশ্লিষ্ট কোম্পানির নাম এখনও প্রকাশ করা হয়নি। কারণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল জানান, শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এতে কোম্পানি চলতি মাসের শেষের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। ...
পরিচালক: কামরুজ্জামান হেলাল।
3180 Braeburn Circle Ann Arbor, Michigan 48108 USAফোন : +1(734) 678-4149
। ই-মেইল: [email protected]
2025 ITV Live All Rights Reserved. Developed By Software Sorcerers.