ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫
আপডেট : ২১ মে ২০২৫
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মঙ্গলবার ইসরাইলি রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্তের কথা সরাসরি জানান। গাজার পরিস্থিতিকে তিনি ‘ভয়াবহ ও মর্মান্তিক’ বলে উল্লেখ করেন।
এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, ল্যামি গাজায় ১১ সপ্তাহ ধরে চলা সহায়তা অবরোধকে ‘নির্মম’ বলে আখ্যা দিয়ে বলেন, “এই অবরোধ এখনই বন্ধ করুন।”
তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ডেভিড ল্যামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাজ্য আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। “ব্রিটেন অবিলম্বে মানবিক সহায়তা অবরোধ প্রত্যাহারের দাবি জানায়,”—বলেন তিনি।
এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে ইসরাইলের ওপর ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খাবার, পানি, ওষুধসহ মৌলিক চাহিদার পণ্য প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে।
ব্রিটেন ও ইসরাইলের মধ্যে প্রতিবছর বিলিয়ন পাউন্ডের বাণিজ্য হয়। এই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও মানবিক কারণে আলোচনায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক বার্তা দিচ্ছে—মানবতা আগে।