বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫
আপডেট : ২১ মে ২০২৫
কিছুদিন আগেও একসঙ্গে ছবি প্রকাশ করে নিজেদের সম্পর্কের নতুন দিক নিয়ে উত্তেজনা তৈরি করেছিলেন এই দম্পতি, তবে বর্তমানে তাদের সম্পর্কের সমীকরণ একেবারে উলটে গেছে।
এই গুঞ্জনের সূত্রপাত একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যশ দাশগুপ্ত তার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, যার বাংলা অর্থ ছিল, “শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো।” এই পোস্টটি একাধিক ইঙ্গিত বহন করে, যা সম্পর্কের মধ্যে অবসান অথবা দুঃখজনক কিছু ঘটার সম্ভাবনাকে ঘিরে আলোচনা সৃষ্টি করেছে।
তবে, আলোচনার পারদ আরও চড়েছে নুসরাত জাহানের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে। দেখা গেছে, যশ এবং নুসরাত পরস্পরকে ইনস্টাগ্রামে 'আনফলো' করেছেন, যা তাদের সম্পর্কের অবনতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর পর, নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলের ছবি শেয়ার করেছেন, এবং যশও তার বড় ছেলের ছবি পোস্ট করেছেন, যা আরও শক্তিশালী করেছে বিচ্ছেদের গুঞ্জন।
তবে, এখনও পর্যন্ত যশ বা নুসরাত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরু থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। নিখিল জৈনের সাথে বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে সন্তানের জন্ম— একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাদের, এবং সেই বিতর্কগুলো এখনো চলে আসছে।
বর্তমানে, টলিপাড়ায় জল্পনা চলছে, তাদের সম্পর্কের এই অবস্থা কেবল একটি পর্যায়, না কি আসলেই বিচ্ছেদের পথে এগিয়ে যাচ্ছে তারা, তা সময়ই বলবে।