বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫
আপডেট : ২০ মে ২০২৫
রাশমিকা সম্প্রতি জানিয়েছেন, সিনেমাটির পরিচালক রাহুল রবীন্দ্রন কঠোর পরিশ্রম করছেন এবং পুরো টিম মিলে কাজটি নিখুঁতভাবে শেষ করতে চাইছেন। তাই সময় নিচ্ছেন। ভক্তদের উদ্দেশে রাশমিকা বলেন,
“আমি জানি আমরা আপনাদের অপেক্ষায় রেখেছি এবং আপনাদের ধৈর্য সত্যিই অসাধারণ। তবে বিশ্বাস করুন, এটি আমার অভিনীত সবচেয়ে স্পেশাল সিনেমাগুলোর একটি। আশা করছি, এই অপেক্ষা সার্থক হবে।”
‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রথম টিজার প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ৯ ডিসেম্বর। এতে রাশমিকার চরিত্রকে ঘিরে একটি জটিল প্রেমের গল্পের আভাস পাওয়া যায়। টিজার শুরু হয় বিজয় দেবরাকোন্ডার ভয়েসওভার দিয়ে, যেখানে তিনি রাশমিকার চরিত্রকে অনন্য বলে আখ্যা দেন। এরপর কলেজজীবনের কিছু ঝলক, আবেগময় মুহূর্ত আর উত্তেজনাপূর্ণ দৃশ্য দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়ে তোলে।
রাশমিকা ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন:
ধীক্ষিত শেঠি
রাও রমেশ
রোহিনী
এবং আরও অনেকে।
পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন রাহুল রবীন্দ্রন, যিনি এর আগে নানা সমালোচকদের প্রশংসিত কাজ উপহার দিয়েছেন।
যদিও এখনও অফিসিয়ালি রিলিজ ডেট ঘোষণা করা হয়নি, তবে রাশমিকার বক্তব্যে ইঙ্গিত মিলেছে—দীর্ঘ প্রতীক্ষার পর খুব শিগগিরই নতুন কিছু তথ্য সামনে আসবে।
রাশমিকার প্রতি দর্শকদের ভালোবাসা বরাবরের মতো অটুট। তাই ‘দ্য গার্লফ্রেন্ড’ নিয়ে ভক্তদের এই আগ্রহ স্বাভাবিক। অভিনেত্রীর আশ্বাস অনুযায়ী, তারা হয়তো খুব তাড়াতাড়িই পেয়ে যাবেন সিনেমাটি নিয়ে কাঙ্ক্ষিত আপডেট—যা হয়তো ভক্তদের অপেক্ষাকে সার্থক করে তুলবে।