বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫
আপডেট : ২০ মে ২০২৫
রবিবার (১৯ মে) কলকাতায় একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল চঞ্চল চৌধুরীর। তবে শেষ মুহূর্তে তিনি সফরটি বাতিল করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮ বাংলা’ ও ‘টিভি নাইন বাংলা’।
গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে যাওয়ার সময় গ্রেপ্তার হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর থেকেই বাংলাদেশি শিল্পীদের মধ্যে এক ধরনের শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এরই মধ্যে চঞ্চল চৌধুরীও কলকাতা সফর বাতিল করায় জল্পনা বেড়েছে।
চঞ্চলের ভারত সফর বাতিলের ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কোনও কোনও প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি 'গ্রেপ্তার আতঙ্কে' যাচ্ছেন না, আবার অন্য সংবাদমাধ্যমগুলো বলছে, ব্যক্তিগত কারণে সফর স্থগিত করেছেন তিনি।
তবে চঞ্চলের নিজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাংবাদিকরা তাকে ফোনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাননি বলে জানানো হয়েছে।
চঞ্চল চৌধুরী বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয়। তার অভিনীত ‘হাওয়া’, ‘তুফান’, ‘কারাগার’ ওয়েব সিরিজ কিংবা সাম্প্রতিক সৃজিত মুখার্জির ‘পদাতিক’—সবই ওপার বাংলায় প্রশংসিত হয়েছে। ‘পদাতিক’-এ তিনি কিংবদন্তি পরিচালক মৃণাল সেন–এর চরিত্রে অভিনয় করে ভারতের সমালোচকদের মন জয় করেছেন।
সাম্প্রতিক সময়ে দেশের একাধিক শিল্পী ও তারকাকে বিভিন্ন অপরাধ ও মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুধু নুসরাত ফারিয়াই নন, এর আগে গায়ক নোবেল, মমতাজ বেগমসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার বা আইনি জটিলতায় পড়তে দেখা গেছে।
‘নিউজ ১৮’-এর দাবি অনুযায়ী, শুধু চঞ্চল নন, অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি-সহ আরও অনেকেই সাবধানে চলাফেরা করছেন এবং কেউ কেউ বিদেশ সফর স্থগিত করছেন।
চঞ্চল চৌধুরী সফর বাতিল করলেও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে সাম্প্রতিক গ্রেপ্তার-পরিস্থিতি ও সামাজিক অস্থিরতা দেখে বলা যায়, তারকাদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে।