বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫
আপডেট : ২০ মে ২০২৫
মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) জাহাঙ্গীর কবির।
এর আগে, সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে নুসরাত ফারিয়াকে জামিনে মুক্তি দেন।
গত রবিবার (১৯ মে) দুপুরে ব্যক্তিগত সফরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জানা যায়, ভাটারা থানায় করা একটি হত্যা প্রচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরপর তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এনামুল হক নামে একজন আন্দোলনকারী আহত হন। এরপর তিনি চিকিৎসা নিয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ছিলেন অপু বিশ্বাস, ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭ জন তারকা।
সাম্প্রতিক সময়ে তারকাদের বিরুদ্ধে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে নানা গুঞ্জন শুরু হলেও, আদালত আজ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জামিন মঞ্জুর করেন। কারামুক্তির পর নুসরাত ফারিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় টলিউড ও ঢালিউড অঙ্গনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বলে গুঞ্জন রয়েছে। এর আগে এই মামলার প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতা সফর বাতিল করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একই মামলায় অপু বিশ্বাসসহ আরও বেশ কয়েকজন তারকাও রয়েছেন নজরদারিতে।
নুসরাত ফারিয়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ। হঠাৎ গ্রেপ্তার হওয়া ও জামিনে মুক্তি পাওয়া নিয়ে আলোচনা যেমন চলছে, তেমনি তার ভক্তরা আশাবাদী—এই আইনি জটিলতা কাটিয়ে শিগগিরই পর্দায় ফিরবেন এই গ্ল্যামার কুইন।