ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫
আপডেট : ১৯ মে ২০২৫
সম্প্রতি ভারত থেকে রপ্তানি করা বিভিন্ন প্রজাতির আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা-র বিমানবন্দরগুলোতে এসব চালান আটকে দেওয়া হয় কাগজপত্রে ত্রুটির কারণে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ (CBP) জানিয়েছে, ফল পোকামাকড়মুক্ত করার প্রক্রিয়ায় ব্যবহৃত ‘পিপিকিউ-২০৩’ (PPQ-203) ফর্মে অনিয়ম থাকার কারণে আমদানি অনুমতি দেওয়া হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, গত ৮ ও ৯ মে মহারাষ্ট্রের মুম্বাইয়ে আমগুলোর বিকিরণ প্রক্রিয়া (irradiation) সম্পন্ন করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ফলের সংরক্ষণক্ষমতা বাড়ানো হয় এবং পোকামাকড় ধ্বংস করা হয়। প্রক্রিয়াটি তদারকি করেন যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের (USDA) এক প্রতিনিধি।
তবে, ওই প্রতিনিধি কর্তৃক অনুমোদিত PPQ-203 ফর্মে ‘প্রশাসনিক ভুল’ থাকার কথা বলা হচ্ছে, যার কারণে চালানগুলো আটকে পড়ে এবং শেষ পর্যন্ত সেগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ফেরত পাঠানোর বা ধ্বংস করার খরচ রপ্তানিকারককেই বহন করতে হবে; এতে সরকার কোনো ব্যয়ভার নেবে না।
রপ্তানিকারকেরা জানান, রপ্তানিকৃত আমগুলোতে কোনো পোকা ছিল না; কিন্তু নথিপত্রে অসঙ্গতির কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে তারা অন্তত ৫ লাখ মার্কিন ডলারের ক্ষতির হিসাব দিয়েছেন।
মুম্বাইয়ের একজন রপ্তানিকারক বলেন, “আমরা সেই কেন্দ্রের ভুলের জন্য শাস্তি পাচ্ছি। আমগুলো পরীক্ষিত এবং নিরাপদ ছিল, কিন্তু কাগজে সামান্য ভুলের জন্য পুরো চালান ধ্বংস হলো।”
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বড় আম আমদানিকারক বাজার, এবং প্রতি বছর বিপুল পরিমাণ রপ্তানি এখান থেকে আয় করে ভারত। ফলে এমন ঘটনায় ভবিষ্যতের রপ্তানি প্রক্রিয়ায় আরও কঠোরতা ও জটিলতা দেখা দিতে পারে।