স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫
আপডেট : ১৯ মে ২০২৫
গোলটি জড়িয়ে তিনি কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান, তবে তার সতীর্থকে কাছে আসতে না দিয়ে, উল্টো ভাবে শরীর মুচড়ে শূন্যে লাফিয়ে মাটিতে নামার সময় দুই হাত বিস্তৃত করে নামিয়ে আনেন। ফুটবলবিশ্ব জানে, এটি রোনালদোর স্বাক্ষর চিহ্নিত উদ্যাপন—‘সিউ’।
এই ম্যাচটি ছিল লাতকো মারকোভিচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনাল, যা ক্রোয়েশিয়ায় আয়োজিত হয়েছিল। রোনালদো জুনিয়রের ‘সিউ’ উদ্যাপন ভিডিওর পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয়, ‘পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো জুনিয়রের প্রথম সিউউউ’। সাথে ছিল হ্যাশট্যাগ ‘মেকহিস্টোরি’, এবং সামাজিক মাধ্যমে রোনালদো জুনিয়রের এই উদ্যাপন নিয়ে বিস্তর আলোচনা চলছে।
রোনালদো জুনিয়রের বয়স মাত্র ১৪ বছর, কিন্তু তিনি ইতিমধ্যেই ফুটবলে বাবার পথ অনুসরণ করছেন। তিনি বর্তমানে আল নাসর একাডেমিতে খেলে থাকেন এবং এ মাসে প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন। ১৩ মে, জাপানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার মাধ্যমে পর্তুগালের হয়ে তার অভিষেক হয়।
ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল ৩-২ গোলে জয়লাভ করে। রোনালদো জুনিয়র প্রথম গোলটি করেন ১৩তম মিনিটে বাঁ পায়ের ফিনিশিংয়ে, এবং তারপর ৫৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন। বাবার মতো ৭ নম্বর জার্সি পরা জুনিয়র পরবর্তী গোলেও ‘সিউ’ উদ্যাপন করে, যেন পুরো ফুটবল বিশ্বকে তার পিতার উত্তরসূরি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন।
এখনো অবসর নেননি ক্রিস্টিয়ানো রোনালদো, এবং অনেক ফুটবলপ্রেমী আশা করছেন, একদিন বাপ-বেটা একসঙ্গে পর্তুগাল জাতীয় দলে খেলবেন। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো বর্তমানে ৪০ বছর বয়সী, এবং জাতীয় দলে ১৩৬টি ম্যাচ খেলেছেন। তার ক্যারিয়ার শেষ হতে কিছুটা সময় থাকলেও, হয়তো ২০২৬ বিশ্বকাপে তার সঙ্গেই খেলবেন রোনালদো জুনিয়র, তখন তাকে আরও পরিণত অবস্থায় দেখা যাবে।
‘লাইক ফাদার, লাইক সন’, মানে ‘বাপ কা বেটা’—এটা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে রোনালদো সমর্থকদের মাঝে।