ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
বিএনপি ছয়টি সংস্কার কমিশনে অংশগ্রহণ করেছে এবং “দেশের জন্য বাস্তবসম্মত ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে” বলে জানান ফখরুল।
দুদক সংস্কার: ৪৭টি প্রস্তাবের ৪৬টিতে একমত
জনপ্রশাসন সংস্কার: ২০৮টির মধ্যে ১৮৭টিতে একমত, ৫টি আংশিক, ১১টি ভিন্নমত
বিচার বিভাগীয় সংস্কার: ৮৯টির মধ্যে ৬২টিতে একমত
নির্বাচনি সংস্কার: ২৪৩টির মধ্যে ১৪১টিতে একমত, ১৪টি আংশিক
সংবিধান সংস্কার: ধারা ৭০ ও প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত ছাড় দিয়েছে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকার, ন্যায়পাল আইন, হাইকোর্ট বেঞ্চ: এসব ক্ষেত্রেও একমত
সংসদীয় স্থায়ী কমিটি: বিরোধী দলকে সভাপতির পদ দিতে রাজি
প্রদেশ গঠন ও পদোন্নতি বিষয়ে জনপ্রশাসন কমিশনের কিছু প্রস্তাব
সংবিধানের কিছু ধারা সংশোধন নিয়ে দ্বিধা
নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে এমন কিছু সুপারিশ
মির্জা ফখরুল বলেন,
“সংসদ ও সরকারকে দুর্বল করার প্রস্তাবগুলোর বিরোধিতা করা মানেই সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধাচরণ নয় বরং তা রক্ষা করাই আমাদের লক্ষ্য।”
জনগণের প্রতিনিধিত্ব ছাড়া বড় পরিবর্তন গণতান্ত্রিক নয়।
সংবিধান পরিবর্তন ও আইনি সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হতে হবে।
বিএনপি রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা ও গণআন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে চায়।
ফখরুল আরও বলেন,
“আমরা যেন শহীদদের আত্মত্যাগ বৃথা না করি, এই সুযোগে দলীয় স্বার্থ নয়, জনগণের স্বার্থে কাজ করি।”
#BNPReformSupport
, #MirzaFakhrulSpeech
, #NationalConsensus
, #BangladeshPolitics2025
, #ElectionReform
, #ConstitutionalReform
, #TattabadhayakSarkar
, #BicharBibhag
, #BangladeshReforms
, #BRNCommission
, #PoliticalReformBD