ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
দলীয় সূত্রে জানা গেছে, জনসম্পৃক্ততা, সাংগঠনিক দৃঢ়তা ও জটিলতা কম এমন আসনগুলোতেই আপাতত প্রার্থী ঘোষণা করা হচ্ছে।
এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে সরাসরি বা ইঙ্গিতপূর্ণভাবে নিচের প্রার্থীদের নাম সামনে এসেছে:
রংপুর-৪: সদস্যসচিব আখতার হোসেন
কুড়িগ্রাম-২: যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ
পঞ্চগড়-১: মুখ্য সংগঠক সারজিস আলম (ইঙ্গিতপূর্ণ স্লোগান)
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা:
ঢাকা-১১: আহ্বায়ক নাহিদ ইসলাম
ঢাকা-১৪: যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব
ঢাকা-১৭: ডা. তাসনীম জারা
ঢাকা-১৩: আকরাম হুসাইন
ঢাকা-৯: জাবেদ রাসিন
ঢাকা-৫: এস এম শাহরিয়ার
ঢাকা-১: মো. রাসেল আহমেদ
নারায়ণগঞ্জ: আব্দুল্লাহ আল আমিন
গাজীপুর-১: আলী নাছের খান
গাজীপুর-৩: মেজর (অব.) আব্দুল্লাহ মাহমুদ খান
উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল:
কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-১০: জয়নাল আবেদীন শিশির
চাঁদপুর-৫: নাসীরুদ্দীন পাটওয়ারী
নোয়াখালী-৬: আবদুল হান্নান মাসউদ
ব্রাহ্মণবাড়িয়া-২: আশরাফ উদ্দীন মাহাদী
সুনামগঞ্জ-২: অনিক রায়
মৌলভীবাজার: প্রীতম দাশ
ঝালকাঠি-১: আরিফুর রহমান তুহিন
টাঙ্গাইল-১: অলিক মৃ
খুলনা-১: ভীম্পাল্লী ডেভিড রাজু
অন্যান্য জেলা:
চট্টগ্রাম-১৬: মীর আরশাদুল হক
চট্টগ্রাম-১৪: হাসান আলী
বরিশাল-৫: ডা. মাহমুদা মিতু
ভোলা-১: সামান্তা শারমিন, ভোলা-৪: আব্দুল্লাহ আল মামুন ফয়সাল
চুয়াডাঙ্গা-১: মোল্লা ফারুক এহসান
কক্সবাজার (আসন নির্দিষ্ট নয়): আবু সাঈদ সুজাউদ্দীন
টাঙ্গাইল-৩: সাইফুল্লাহ হায়দার
নীলফামারী-৩: আবু সাঈদ লিওন
সিলেট (আসন অনির্দিষ্ট): অর্পিতা শ্যামা দেব, এহতেশাম হক
কুষ্টিয়া-১: নুসরাত তাবাসসুম
নেত্রকোনা-২: ফাহিম রহমান খান পাঠান
এনসিপির জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের যে দাবি উত্থাপন করা হয়েছে, তার বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রার্থী তালিকা সামনে আনছে দলটি।
সংগঠন বিস্তার ও জনসম্পৃক্ততা নিশ্চিত করাই এখন তাদের মূল ফোকাস।
দলীয় নেতাদের ভাষ্যমতে, কিছু প্রার্থীর নাম এখনই ঘোষণা না করলেও তারা সক্রিয়ভাবে পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন।
#NCPBangladesh
, #Election2025
, #GanoPorishod
, #NCPCandidates
, #JulyUprising
, #BangladeshPolitics
, #ProportionalRepresentation
, #আসনভিত্তিক_প্রার্থী
, #জাতীয়_নাগরিক_পার্টি