স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫
আপডেট : ১৯ মে ২০২৫
এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি জানান, "মিরাজ পিএসএল খেলার এনওসি চেয়ে আবেদন করেছেন, এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।"
জানা গেছে, লাহোর কালান্দার্স দল সিকান্দার রাজা ইনজুরির কারণে খেলার বাইরে থাকায়, তার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে নিতে চাচ্ছে। গতকাল পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে লাহোর চতুর্থ দল হিসেবে পিএসএল প্লে-অফ নিশ্চিত করেছে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে তারা, আর ২২ মে এলিমিনেটর ম্যাচে খেলবে।
মিরাজ কেবল এক ম্যাচের জন্য লাহোরে যোগ দিতে যাচ্ছেন। তবে যদি দলটি জেতে, তবে ধাপে ধাপে তার ম্যাচ খেলার সংখ্যা বাড়তে পারে। বর্তমানে মিরাজ জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই, ফলে তার পিএসএলে অংশগ্রহণে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। বোর্ডও বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে।
চলতি পিএসএল আসরের শুরুতে লিটন দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন ড্রাফট থেকে দল পেয়েছিলেন। তবে ইনজুরির কারণে লিটন দাস এক ম্যাচও খেলেননি এবং রিশাদ হোসেন পাঁচটি ম্যাচে অংশ নিলেও নাহিদ রানা মাঠে নামার সুযোগ পাননি। পরবর্তীতে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পিএসএল স্থগিত হলে, এই দুই ক্রিকেটারকে বিশেষ ব্যবস্থায় দেশে ফেরানো হয়। বর্তমানে তারা জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন এবং পিএসএলে আর অংশ নিচ্ছেন না।
এদিকে, পিএসএলে অংশ নেওয়ার সুযোগ পেয়ে, লাহোর কালান্দার্সে সাকিব আল হাসান খেলেছেন এবং তার অভিষেক হয়েছে শনিবার রাতে। এখন মিরাজের সুযোগ আসার পর, একই দলে সাকিব ও মিরাজের উপস্থিতির সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।