স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫
আপডেট : ১৯ মে ২০২৫
আগামী ২৫ মে, রবিবার, গ্রাহকদের জন্য বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ভিআইপি টিকিট জেতার সুযোগ থাকবে। এই ম্যাচে প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন হামজা চৌধুরী, যিনি আন্তর্জাতিক ফুটবলে তারকা। এশিয়ান কাপের বাছাইপর্বের এই ম্যাচটি আগামী ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে গত ১৯ মে রাজধানীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে রবি। রবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার সিহাব আহমাদ, বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
রবির চিফ কমার্শিয়াল অফিসার সিহাব আহমাদ বলেন, “রবি ‘সুপার রবিবার’ ক্যাম্পেইন দ্বারা আমরা রবিবারকে গ্রাহকদের জন্য একটি আনন্দময় দিনে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছি, এবং এই যাত্রা শুরু হয় আরও ৬ মাস আগে। আমরা অত্যন্ত উৎসাহজনক সাড়া পেয়েছি, এবং ২৫ মে সুপার রবিবারকে গ্রাহকদের জন্য আরও স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “হামজা ও শমিতের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় দলে যোগ দেওয়ায় বাংলাদেশের ফুটবলকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশের জন্য এমন ইতিবাচক উদ্যোগের সঙ্গে সবসময় যুক্ত থাকতে চাই এবং বাফুফের সহযোগিতায় আমাদের গ্রাহকদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করতে পেরে গর্বিত।”
বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “রবির ‘সুপার রবিবার’ উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। এই সহযোগিতার ফলে আমরা ১০ জুনের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আরও উৎসাহিত এবং ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পার্টনারশিপ নিয়ে আমরা আশাবাদী।”
এখানে উল্লেখযোগ্য যে, হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় ফুটবল দলে নতুন সংযোজন, এবং তার প্রথম ম্যাচটি দেশের মাটিতে হওয়ার কারণে অনেক দর্শক ইতিমধ্যে অপেক্ষা করছেন এই ঐতিহাসিক মুহূর্তটির জন্য।