স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫
আপডেট : ১৯ মে ২০২৫
বেঙ্গালুরু এবার দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির জায়গায় দলে নিয়েছে ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার মুজারাবানিকে। মুজারাবানি ২৬ মে, আইপিএলের শেষ লিগ ম্যাচের আগে কোহলিদের ক্যাম্পে যোগ দেবেন। তাকে ৭৫ লাখ রুপিতে দলে নেয় বেঙ্গালুরু, বলে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।
বেঙ্গালুরু ইতিমধ্যে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। তবে যদি দলটি ফাইনালে পৌঁছায়, তখন মুজারাবানিকে হারাতে পারে বেঙ্গালুরু, কারণ ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে, এবং ওই দিনই আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে তাদের টেস্ট দলের সেরা পেসার মুজারাবানিকে ফাইনালের পরবর্তী ম্যাচের জন্য চাইবে, কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টটি তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। মুজারাবানি ডানহাতি এই পেসার জিম্বাবুয়ের হয়ে শেষ ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন।
আইপিএলে মুজারাবানির এটি প্রথম আসর। তবে তিনি পূর্বে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের নেট বোলার হিসেবে কাজ করেছিলেন, যেখানে লক্ষ্ণৌর কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার, যিনি বর্তমানে বেঙ্গালুরুর কোচ। ফ্লাওয়ার পুরনো শিষ্যকে আবারও দলে ভিড়িয়েছেন। মুজারাবানি এর আগে ইংল্যান্ডে কোলপ্যাক চুক্তিতে কাউন্টি ক্রিকেট খেলেছেন দুই বছর।