ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৯ মে ২০২৫
আপডেট : ১৯ মে ২০২৫
তিনি অভিযোগ করেন, সরকারের কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিকালে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সিলেট বিভাগের চার জেলা নিয়ে আয়োজিত হয়।
সালাহউদ্দিন বলেন, “দেশে যেন কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম না হয়, সে লক্ষ্যে আমরা সংস্কারের পথে হাঁটছি। কিন্তু এসব সংস্কারের জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার। নির্বাচনের কথা বললেই সরকার বিরক্ত হয়। তারা কী চান— নির্বাচন ব্যবস্থা উঠে যাক?”
তিনি নাম না নিয়ে এক নারী উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, “তিনি দাবি করেছেন তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত। যদি তাই হয়, তাহলে নির্বাচন কমিশনের প্রয়োজন কী?”
সরকারের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, “কেউ কেউ অনির্বাচিতভাবে অনির্দিষ্ট সময় ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে অনুরোধ করছি, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে শপথ না করানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট থাকার পরও শপথ না করানো আইনের শাসনের পরিপন্থী। এটিকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ড. এনামুল হক, আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা এম নাসের রহমানসহ অন্যরা।
বক্তব্য শেষে সালাহউদ্দিন আহমেদ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।