ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
হুতিদের দাবি, তারা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওনে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে ইসরায়েলি সেনাবাহিনী এরপরই ইয়েমেনে পাল্টা হামলা চালায়।
স্থান | ধরণ | ফলাফল |
---|---|---|
হোদেইদাহ | বন্দর | বিদ্যুৎ বিচ্ছিন্ন, শহর অন্ধকারে |
রাস ইসা | বন্দর + জাহাজ | ‘গ্যালাক্সি লিডার’ জাহাজের রাডারে হামলা |
আস-সালিফ | বন্দর | ক্ষয়ক্ষতির তথ্য অজানা |
রাস কাথিব | বিদ্যুৎকেন্দ্র | কেন্দ্র অচল |
রোববার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের সশস্ত্র নৌকা থেকে আরপিজি ও গুলির হামলা চালানো হয়। জাহাজের নিরাপত্তা বাহিনীর জবাবে হামলাকারীরা পিছু হটে, তবে এই হামলা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে যে, এই ধরনের হামলা সামুদ্রিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলছে এবং যুদ্ধাপরাধের ঝুঁকি তৈরি করছে।
একই রাতে গাজার দক্ষিণ খান ইউনুস অঞ্চল থেকে ইসরায়েল সীমান্তে রকেট ছোড়া হয়। রকেটটি নিরিম এলাকায় খোলা জায়গায় পড়ে, কোনো হতাহত হয়নি।
আল-কাসাম ব্রিগেড জানায়, তারা মর্টার শেল ও ‘রাজউম’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।
হুতিদের শীর্ষ এক নেতা বলেন:
“ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করলে, তাদের সীমানায় আমাদের প্রতিরোধ আরও জোরদার হবে। ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট।”
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই দাবি করেন, হুতিদের নিয়ন্ত্রিত বন্দরগুলো ইরান থেকে অস্ত্র আসা ও লোহিত সাগরে সামুদ্রিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
হুতি গোষ্ঠী সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাচ্ছে।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেন, লেবানন ও সিরিয়া সীমান্ত উত্তপ্ত।
লোহিত সাগরের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা বিশ্ববাণিজ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
#IsraelYemenConflict #HouthiMissileAttack #RedSeaCrisis #HodeidahPowerOutage #GazaWar #BenGurionAirportAttack #MiddleEastTensions #GalaxyLeaderStrike #IsraelHamasWar #IranProxyWars