প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
এ সময় সভায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই জাহিদসহ জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশবাদী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চা-বাগান কতৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় মতবিনিময় সভায় অংশীজনসহ বক্তারা বলেন, বালু-পাথর হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। এগুলো যারা লুণ্ঠন করে তারা শক্তিশালী এবং ভয়ংকর ফেরোসাস। তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভূমিখেকো, বালু-পাথরখেকো, পাহাড় খেকোদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে না পারলে তাদের দমন করা যাবে না। এরা এক জায়গায় সুযোগ পেলে আশপাশের সব জায়গা থেকে বালু-পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংসের পাশাপাশি বৃহৎ এলাকাকে ধ্বংস করে।
অনুষ্ঠানে অংশীজনেরা পূর্বের ন্যায় ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করে সনাতন পদ্ধতিতে সিলেটের সকল পাথর কুয়ারী থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়ার জন্য আহবান জানান।