প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তারেক রহমান এক শোকবার্তায় জানান, অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে তার শোকবিহব্বল পরিবারবর্গের মতো তিনি নিজেও গভীরভাবে সমব্যথী। তিনি লেখেন, "অলিফা আকতার কান্তা ইসলাম সবসময় তার রাজনীতিবিদ স্বামী নজরুল ইসলাম খানের উৎসাহ ও অনুপ্রেরণা ছিলেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তার সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করেছেন।"
তারেক রহমান আরও বলেন, "আমি মহান রাব্বুল আলামীন এর কাছে দোয়া করি যেন তিনি তাকে বেহেস্ত নসীব করেন এবং শোকে ম্রিয়মাণ পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
তিনি তার বার্তায় অলিফা আকতার কান্তা ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।