প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ০৫ মিনিটে স্পেসএক্সের মহাকাশযান 'ড্রাগন'টি লক করা হয়। এরপর নভোচারীরা তাদের ফ্লাইট পোশাক পরিধান করেন এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেন। সবকিছু ঠিকঠাক থাকলে, সকাল ১১টা ০৫ মিনিটে মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর পথে যাত্রা শুরু করে।
মহাকাশযানটি নিরাপদে ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে অবতরণ করবে, যা বাংলাদেশ সময় বুধবার রাত ৩টা ৫৭ মিনিটে হবে। এর পর এক উদ্ধারকারী দল তাদের নিরাপত্তা নিশ্চিত করে মহাকাশযান থেকে বের করে আনবে। নিরাপদে পৃথিবীতে অবতরণ করার পর তারা হোস্টনের দিকে যাত্রা করবেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইতোমধ্যেই তাদের পৃথিবীর দিকে যাত্রার ঘোষণা দিয়েছে এবং জানায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে অবতরণ করতে তাদের মোট ১৭ ঘণ্টা সময় লাগবে।
২০২৪ সালের জুন মাসে সুনিতা এবং বাচ সাধারণ মহাকাশ অভিযানে ক্যাপ কেনাভেরাল থেকে মহাকাশে যান। এরপর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান, কিন্তু যানে ত্রুটি ধরা পড়ে। মহাকাশযানটির হিলিয়াম লিক করার পাশাপাশি থ্রাস্টারের সমস্যা দেখা দেয়। এই কারণে নাসা তাদের পৃথিবীতে ফিরে আসার অভিযান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।
এখন, দীর্ঘ ৯ মাস পর, সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে চলেছেন।