চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির গবেষকরা মহাকাশের পরিবেশের মতো সিমুলেশন তৈরি করার জন্য বিশেষ প্রশিক্ষণ ক্ষেত্র তৈরি করেছেন।
অধ্যাপক লিউ সিনহুয়া তার গবেষণাগারে রোবটগুলোর প্রাথমিক প্রশিক্ষণের জন্য বিশেষ বালির বাক্স তৈরি করেছেন।
চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগী অধ্যাপক হুয়া তেচেং বলেন, আমাদের তৈরি সেটআপে গ্রহাণু এবং মহাকাশের মতো পরিবেশ তৈরি করা হয়েছে। যেমন গ্রহাণুর উপরিভাগ, যা আলগা মাটি ও পাথরে ভরা।
এই কৃত্রিম পরিবেশে কঠিন প্রশিক্ষণ দিয়ে রোবটগুলোকে তৈরি করা হয়েছে। রোবটগুলো এখন কঠিন জায়গাতেও কাজ করতে পারে। এদের ছয়টি পা ও বিশেষ যন্ত্র থাকায়, উঁচু-নিচু জায়গায় চলতে পারে এবং প্রয়োজনে আকার পরিবর্তন করে কাজ করতে পারে। সূত্র: সিএমজি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। ...