সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই।
এর আগে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সারা দেশের মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
তিনি জানান, পুলিশের উচ্চপদস্থ ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। একইসঙ্গে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশে গুম থেকে ফিরে না আসা ২০০ নিখোঁজ ব্যক্তির তালিকা গুম তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করেছে মানবাধিকার সংগঠন ইউনাইটেড ফর দি ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি)। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে আজ গুলশানে অনুষ্ঠিত বৈঠকে এ তালিকা হস্তান্তর করা হয়। ...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক বিষয়ে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা আজ বুধবার (৯ জুলাই) শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) বাংলাদেশকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। এই দফার আলোচনা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers