ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫
আপডেট : ০৯ জুলাই ২০২৫
প্রতিনিধিদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাসহায়তা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় পরিবারটির কাছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি বলেন,
“তারেক রহমান স্যারের নির্দেশে আমরা এখানে এসেছি। ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের গর্ব। তার মায়ের চিকিৎসায় আমরা পাশে আছি এবং থাকবো।”
এই সফরে রিজভীর সঙ্গে ছিলেন:
মীর হেলাল, সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)
আতিকুর রহমান রুমন, আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার
আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, উপদেষ্টা
মোকছেদুল মোমিন, সদস্যসচিব
দীপন তালুকদার, সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি
এছাড়াও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির দুর্গম গ্রামে বিএনপির এই সফরকে অনেকেই মানবিক রাজনীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন। স্থানীয়রা জানান, “এই প্রথম কোনো জাতীয় দলীয় প্রতিনিধি সরাসরি আমাদের গ্রামে এসে এমন সহযোগিতা করেছেন।”
#TariqueRahman #BNPFamily #RituparnaChakma #CancerSupport #BNPNews #HumanitarianPolitics #BangladeshFootball #Rangamati