প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
ড. ইউনূস ১৪ মার্চ ঢাকায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠক শেষে এসব তথ্য জানান। তিনি গুতেরেসকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত রোহিঙ্গাদের বিষয়েও এটি যথাসময়ে এসেছে।
সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানিয়ে ড. ইউনূস বলেন, সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের রিপোর্টের ওপর ইতিমধ্যেই ১০টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। তিনি আরও জানান, যদি রাজনৈতিক দলগুলো ওই সংস্কারের সুপারিশগুলো গ্রহণ করে, তবে তারা একটি 'জুলাই চার্টার' বা ঘোষণাপত্রে স্বাক্ষর করবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে।
ড. ইউনূস সাক্ষাৎকালে জাতিসংঘ মহাসচিবকে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রবাব ফাতেমা, এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস উপস্থিত ছিলেন।