এরপর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা শহরের মাইনী ভ্যালীস্থ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এরপর জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতর, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ জেলার সব পর্যটন ও বিনোদন কেন্দ্র দর্শণার্থীদের প্রবেশ বিনামূল্যে করা হয়েছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশাগুলো মহাসড়ক থেকে যেসকল ফিডার রোড রয়েছে সেসব ফিডার রোডে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে যাত্রী ওঠানামা করবে। এজন্য তিনি অটোরিকশাচালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন। ...