প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাাহ আনসারী, শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল খায়ের তরুন, আল-হেলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, ওসি তদন্ত আলিফ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা তমসের আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্দ্ধনা প্রদান করা হয়।